জীবন কাব্যের ন্যায় - জাহাঙ্গীর আলম অপূর্ব করে চাষ বারো মাস ক্ষেতে ঘাস আছেআমি যাই ক্ষেতে ভাই কাজ নাই পাছে।গাছপালা ভেঙে ঢালা নদীনালা বনপূর্ব পাশে পাখি আসে নিত্য ভাসে সন। সারাবেলা করে খেলা রঙে মেলা হবেমনে কোণে ক্ষণে ক্ষণে পরে সনে তবে।ক্ষণ বৃষ্টি অনাসৃষ্টি পড়ে দৃষ্টি বাঁকাদীর্ঘ পথে প্রাণ রথে হাসি মথে থাকা। জেলে ভাই বলে [বিস্তারিত]