এ যেন প্রকৃতির বুকে একখন্ড নকশী কাঁথা। বিধাতার নিজ হাতে গড়া অপরিসীম সৌন্দর্যের গ্রাফিতি। কত শত কাব্য , ছবি , স্মৃতির বেলাভূমি লুকিয়ে আছে এই অপার সৌন্দর্যে। শাপলার রাজ্যে হারিয়ে যাওয়া এ এক অদ্ভুত অনুভূতি, আনন্দের সমাহার। বলছিলাম উজিরপুর উপজেলার সাতলা গ্রামের শাপলার বিলের কথা। কর্মসূত্রে গৌরনদীতে থেকে শাপলা বিলে যাবো না এ হতেই পারে [বিস্তারিত]