প্রিয় আরজু মুক্তা আপুর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী। দেখা হলোনা চোখ মেলে। এতটুকু ভালোবাসা দিতে চেয়েছিলাম দু' হাত ভরে, অপরাজিতা হয়েই রইলে সবার মনে উজার করে। শরৎ সঞ্চারণে এখনো রয়েছে লগন, তোমার সুদীপ্ত বিচরণে মধুময় ছিল সারাক্ষণ । ফুটেছে কত শিউলি, দোলনচাপা, চামেলি ঘন কাশবনে এখনো আছে সাদা কাশফুল, নিত্যদিনের আসা- যাওয়ায় সবাই ছিল মশগুল। [বিস্তারিত]