হাজার বছরেরর শ্রেষ্ঠ বাঙালি তুমি মুজিব তোমার নাম, এই ধরাতে তোমার সমতুল নেই তো কারো দাম। বাঙালির সুখে হাসতে তুমি কাঁদতে বাঙালির দুখে, নিজের স্বার্থ তুচ্ছ করে তুমি দাঁড়াতে মৃত্যুর মুখে । লোভ লালসা দেখিয়ে তোমায় কিনতে পারেনি কেউ, তার জন্য তোমার জীবনে আসতো পাক শাসকদের ঢেউ। মিথ্যা মামলায় অভিযুক্ত করে তোমায় ওরা রুখতে চেয়েছিল [বিস্তারিত]