মহামূল্যবান যা-যা-কিছু ভেবেছি, জেনেছি-বুঝেছি আনন্দ-উচ্ছ্বাসে, (বসন্ত)শেষে দেখেছি/দেখছি ভস্ম-লীলা, নাট্যজনের মত; এই হাওয়া দেয়া-নেয়া বসন্ত শহুরে গা ঘেঁষাঘেঁষি,সবই (মেকি) ঝরা ফুল, মলিন পালকে পালকে; মহল্লা-স্বর্গের কিনারে ঝুলে আছে শিথিল অনুরাগে, অভেদ্য রাত্রির মত। প্রাণের প্রাণে ছড়িয়ে/জড়িয়ে থাকা হৃদয়টুকু চোখ রাখছে অলিখিত সরোবরের খোঁজে। ছবি নেটের।