বুকের ভিতর ঝড় তোলা হৃদস্পন্দনে নিচ্ছে বিদায় আলোকিত বিকাল! রাজপথে ধীরলয়ে হেঁটে যায় যমদুত! ঠোঁটের কোণে অনন্তবিলাসী মৃদুহাসি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হোমো সেপিয়েন্স বড় অসহায়! অথচ তাদের নাতিশীতোষ্ণ ঘর ও ব্যাংকের স্টেটমেন্ট ছিল, প্রবীণ মুঠোয় পদাবলী ভরা প্রেমে ছিল সহজিয়া অনুরাগ! নদীর মতো একদিন বুকপকেটে বহমান ছিল চাঁদ, আয়েশী বিকালে মায়াময় উষ্ণ স্বপ্ন ছিল! হরিদ্রাভ [বিস্তারিত]