একটি কোলাজ যাত্রা ২ আমার নাভিমূলে ফোটা রক্তজবা তোর জরায়ুর জায়নামাজে সন্ধ্যা পূজার প্রদীপ হয়ে জ্বলে। বাম পাঁজরে স্তনাগ্রের ছোঁয়ায় সেরে ওঠে আমার নিদারুণ আসারতার অসুখ । তুই, আমি, আর পৃথিবীর, বহুকৌণিক ত্রিকোণমিতির মানচিত্রে জেগে উঠুক পৃথিবীর সর্বকালের যুগলদের স্বভূমি। পৃথিবীর শেষ রক্তজবা টি রুটি হয়ে ফুটক নবায়নযোগ্য ইশতিহারে পেটের ক্ষুধাই তো আরাধ্য [বিস্তারিত]