আমি যখন হারিয়ে গেলাম হারিয়ে যাওয়ার বনে, কেউ নেয়নি খোঁজ আমার,কেউ রাখেনি মনে। নিয়ম করে একটুখানি যে আসতো রোজ, অনেকদিন হয়ে গেলেও সে নেয়না খোঁজ! পথের ধারে গোলাপ গাছে একটি গোলাপ ফুল, খোঁজ নেয়না একটুখানি,করে মনের ভুল। বেওয়ারিশ কুকুর ছিলো,ছিলো আরো বিড়াল, তারাও কবে হারিয়ে গেলো,হয়ে চোখের আড়াল। সারাদিনের মন খারাপে যাকে খুঁজি রোজ, সেও [
বিস্তারিত]