এই বর্ষাকালে ছাতা, নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ জিনিস। তবে ছাতা নিয়ে সবচেয়ে বেশী বিভ্রান্তিতে পড়ার অভিজ্ঞতা মোটামুটি সবার আছে৷ দেখা যাবে যে দিন ছাতা নিতে ভুলে গেছেন ঐ দিনই প্রবল বৃষ্টি হবে৷ আবার সারাদিন ছাতা বগলদাবা করে নিয়ে ঘুরলেও ঐ দিন বৃষ্টি হবেনা৷ আবার অফিসে এমনও হয়, আপনার ছাতা কাজের সময় আরেকজন নিয়ে চলে গেছে। আমি [বিস্তারিত]