আমি চন্দ্রমল্লিকাকে না করে দেবো, বলে দেবো বাড়ি ফিরে যেতে, রেলপথের পাথর ছুঁয়ে এভাবে আমার অপেক্ষায় থাকা আর কতকাল! আমি বলে দেবো, আমি আর কোথাও নেই, আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি সেই যে তোমার হৃদয়ে লুকিয়ে পড়েছি কোন এক কুক্ষণে, কিছুতেই যেনো বেরোবার আর কোনো পথ খুঁজে পাই না! এই-সেই অজুহাতে আমি ঠিক [বিস্তারিত]