গ্রামের ছেড়াঁ মেঘ, শহরে তুমি যেও না! আমার ফুটো চালের তলায় এসো, বসতে দেবো আমার মায়ের উচুঁ পিড়ে,শালুক ধানের চিড়ে দেবো, এক মালসা দই দেবো, এক গাল পান দেবো,এক ঘটি জল দেবো, নকসীঁ - কাঁথার গল্প দেবো,এসো তুমি,পাশে এসে বসো! যেও না তুমি শহরে .. গ্রামের নির্বোধ মেঘ, কঙ্ক্রীটের নকল হাসির পানে তুমি আর চেয়েও [
বিস্তারিত]