রাত পাখির চোখের পাতায় শিশির গড়িয়ে পড়ে,আকাশ গঙ্গায় এক রতি হাঁটর অপেক্ষায়,যে পথে ঊষার পা ভিজে যায় ,বিল উপড়ানো হাতে জাগিয়ে তোলে মৃত পুরি, আবার খোলে দোকান পাট রাস্তাঘাট যান চলাচল,ভরে যায় বিঞ্জাপনের হাসি চৌরাস্তার মোড়ে নতুবা… আকাশের চাঁদ ঢলে পড়ে, আগড়া বাছাই-এর জন্য যে গরুটি দিন রাত ঘুরে চলেছে খুঁটির চারিধারে তাঁরই ঘাড়ে,দায় বা [
বিস্তারিত]