চোখের খোঁজে চোখ পেতেছি , একটি দীঘল কালো চোখ । যে স্বপ্ন স্বপ্নচোখের সাঁকো বেয়ে ছুঁয়ে যায় পূর্বের-পশ্চিম দক্ষিন-উত্তর ভুত–ভবিষ্যৎ থেকে বর্তমান পর্যন্ত , সব সব । যে চোখ দিয়ে তাকালে আমি আমাকেই দেখব নিয়ত । অব্যর্থ নিয়তি , আগুনে ফেরা হবে না জানি , ধীরতায় অপেক্ষা তবুও । বুক পকেটে একতাল কয়লা এঁটে আমিও [বিস্তারিত]