শ্রাবণের বিদায়ের বিরহী সুরে এসেছে শরৎ রানী, কবির ভাবনায় কাব্য লেখা হবে কিনা কে জানি। প্রকৃতির রূপে মোহিত আজি হৃদয়ে বাজে বিনা, রোদ-বৃষ্টির লুকোচুরিতে ধূসর শাড়ি মেঘ পরেছে, নেই ডাকাডাকি, বজ্রের চোখরাঙানি। বাতাসে দোলে, শুভ্রতার ছোঁয়া নদীর তীরে কাশফুল ভরা, ঘোমটা টানা লাজ বধু আঁচলে বাঁধি ভোরের শিউলি হেলেদুলে তার রূপের পরশ বুলায় অঙ্গে [বিস্তারিত]