Lost in Translation (2003) মুভি ভাবনা -৩

শাদমান সাকিব ২২ আগস্ট ২০১৪, শুক্রবার, ০৯:০৬:৫২পূর্বাহ্ন মুভি রিভিউ ৪০ মন্তব্য

কর্পোরেট জীবনের একাকীত্বের যন্ত্রণার অনুভব । থমকে দাঁড়িয়ে নিজেকে খোঁজা ও ক্ষণিকের জন্য হলেও অমূল্য ভালোবাসা পেয়ে যাওয়া।এই হল মূল প্রতিপাদ্য ।বর্তমানের সেনসেশন অনন্য সুন্দরী Scarlett Johansson যে একাই কয়েকশো। সুন্দর স্বচ্ছ অভিনয়। সেই সাথে Bill Murray । পরিচালক Sofia Coppola এর অন্য ছবি এখনও দেখিনি । দেখে ফেলব ।সামান্য সংলাপ না লিখে পারছি না।
The more you know who are you ,and what you want, the less you let…
things upset you . স্পয়লার হলেও আমি নাচার।

রিভিউ কিন্তু আমি লিখিনি । ছবিটি দেখে আমার যা মনে হয়েছে তা অপক্ব হাতে প্রকাশ করলাম মাত্র ।

মুভির ইউটিউব লিংক 
টরেন্ট ডাউনলোড লিংক

কৈফিয়ত:
একান্ত নিজস্ব পড়াশোনা ও কাজের জন্য হাওয়া হয়ে যাওয়া ছাড়া কোন উপায় ছিল না । প্রায় প্রথম থেকেই এখানে ছিলাম , লেখার শুরুও এখানেই। সে আমার মাত্র দু’টি লেখাতেই আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ব্যস্ততার মধ্যেই ছবি দেখছি অনেক কিন্তু লিখিনি কিছুই। অতএব ও ব্যাপারটিতে কাঁচাই রয়ে গেলাম। দর্শক হয়েছি প্রায় সর্বভুক শ্রেণির। অবশ্য ভুত , এনিমেশন ও কথায় কথায় গুলি বন্দুক বাদ দিয়ে।
আমাকে মনে রেখে আমাকে আবার এখানে আসার জন্য যে বা যারা আমার সাথে যোগাযোগ করেছেন বারে বারে তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। নিয়মিত হবার চেষ্টা করব প্রাণপণে। বৃহত্তর সোনেলার সবাইকে ধন্যবাদ।

পরের ছবি —-Vicky Cristina Barcelona (2008)।
দেখে ফেলুন সময় করে।

১৯১০জন ১৯১০জন
0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ