কর্পোরেট জীবনের একাকীত্বের যন্ত্রণার অনুভব । থমকে দাঁড়িয়ে নিজেকে খোঁজা ও ক্ষণিকের জন্য হলেও অমূল্য ভালোবাসা পেয়ে যাওয়া।এই হল মূল প্রতিপাদ্য ।বর্তমানের সেনসেশন অনন্য সুন্দরী Scarlett Johansson যে একাই কয়েকশো। সুন্দর স্বচ্ছ অভিনয়। সেই সাথে Bill Murray । পরিচালক Sofia Coppola এর অন্য ছবি এখনও দেখিনি । দেখে ফেলব ।সামান্য সংলাপ না লিখে পারছি না।
The more you know who are you ,and what you want, the less you let…
things upset you . স্পয়লার হলেও আমি নাচার।
রিভিউ কিন্তু আমি লিখিনি । ছবিটি দেখে আমার যা মনে হয়েছে তা অপক্ব হাতে প্রকাশ করলাম মাত্র ।
মুভির ইউটিউব লিংক
টরেন্ট ডাউনলোড লিংক
কৈফিয়ত:
একান্ত নিজস্ব পড়াশোনা ও কাজের জন্য হাওয়া হয়ে যাওয়া ছাড়া কোন উপায় ছিল না । প্রায় প্রথম থেকেই এখানে ছিলাম , লেখার শুরুও এখানেই। সে আমার মাত্র দু’টি লেখাতেই আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। ব্যস্ততার মধ্যেই ছবি দেখছি অনেক কিন্তু লিখিনি কিছুই। অতএব ও ব্যাপারটিতে কাঁচাই রয়ে গেলাম। দর্শক হয়েছি প্রায় সর্বভুক শ্রেণির। অবশ্য ভুত , এনিমেশন ও কথায় কথায় গুলি বন্দুক বাদ দিয়ে।
আমাকে মনে রেখে আমাকে আবার এখানে আসার জন্য যে বা যারা আমার সাথে যোগাযোগ করেছেন বারে বারে তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। নিয়মিত হবার চেষ্টা করব প্রাণপণে। বৃহত্তর সোনেলার সবাইকে ধন্যবাদ।
পরের ছবি —-Vicky Cristina Barcelona (2008)।
দেখে ফেলুন সময় করে।
৪০টি মন্তব্য
জিসান শা ইকরাম
একটি মুভিকে মুভির মুল প্রতিপাদ্যকে অল্প কথায় প্রকাশ করা কষ্টসাধ্য। আপনি তা করেছেন সফলভাবে।
কৃতজ্ঞতা আবার লিখছেন বলে।
নিয়মিত লিখুন। আপনাকে চাই আমরা।
শুভ কামনা।
শাদমান সাকিব
অনেক দিন পরে লিখলাম ,তাই সহজ করে লিখলাম।চেষ্টা করব মন দিয়ে লেখার। আমি আপনাদের সাথে ছিলাম,এবারে আবার থাকব লিখব ।এখন অনেকেই ছবি দেখছে এটি খুবই আনন্দের ।আপনাকেও ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য ।
ছাইরাছ হেলাল
আরে ধুর ,স্পয়েলার আবার কী ? আপনার যা মনে হবে তাই লিখে দিবেন । আপনি এখানের প্রথম ব্লগার যে মুভি নিয়ে এখানে লিখছেন ।
স্কারলেটের কথা আর কী বলব। মাথা নষ্ট অভিনয় । যাক এতদিনে আপনার সাথেও ছবি নিয়ে গপসপ করা যাবে ।
Vicky Cristina Barcelona (2008) আগেই দেখে রাখব , যা দেখলাম এ ও দেখছি আবারও স্কারলেট ।
ভক্ত নাকি ?
চাল্লু করেন । লেখা লেখি ।
শাদমান সাকিব
আসলে আমি লেখক নই,তাই অনেক গুছিয়ে হয়ত লিখতে পারব না তবে যা মনে হয় তা নিজের মত করেই বলব. আমি নিয়মিত লিখতে চেষ্টা করব ছবি নিয়ে । এটিও তারই ছবি এবং অনেক সুন্দর । আমি ভক্ত নই তবে কেউ মন দিয়ে দেখলে ভক্ত হয়ে যেতে সময় নেবে না ।নূতন ছবিটি দেখে রাখবেন ।
ছবি দেখুন আনন্দে থাকুন ।
ছাইরাছ হেলাল
আমিও একটি ডায়লগ না তুলে দিয়ে স্বস্তি পাচ্ছি না । শেষের দিকে
I don’t want to leave.
So don’t. Stay here with me . We will start a jazz band .
আহা , অসাধারণ । এক কথায় ।
আপনি দেখছি জাদু জানেন ,প্রথম ছবিতেই কাৎ করে দিচ্ছেন ।
এই রোজ লিখতে পারেন না ?
শাদমান সাকিব
আপনি মন দিয়ে ছবি দেখেন বুঝতে পারছি । খুবই অন্তরঙ্গ ও আবেগপূর্ণ কথা ।
যাদু কোথায় ? ভাল করে লেখা শিখতে হবে দেখছি ।
রোজ কেন ? দিনে দু’তিনটে করে লিখতে পারি ? ঠিক হবে ?
ছাইরাছ হেলাল
না না এত্ত বেশি দিতে হবে না । পরের টা আপাতত দিয়ে দিন ।
কৃন্তনিকা
সোনেলায় আবার ফিরে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সত্যি বলতে আপনার মুভি রিভিউ দেখেই সিরিয়াল নিয়ে লেখার ইচ্ছা হয় আমার। তারপরই আমাদের ব্লগ প্রতিষ্ঠাতা আমার জন্য “টিভি নাটক/সিরিয়াল” বিভাগটি চালু করেন।
Girl with a Pearl Earring (film) দেখেই Scarlett johanssonএর অভিনয়ে মুগ্ধ হয়েছিলাম যদিও তার বড় পাঙ্খা আমি নই :p
আপনার রিভিউ পড়ে Lost In Translation দেখার ইচ্ছে হচ্ছে। অনেকদিন ইংলিশ মুভি দেখা হয় না, আসলে কোরিয়ান বাদে কিছুই দেখা হয় :p
কিন্তু এটা দেখলেও দেখে ফেলতে পারি :p (যদি কোরিয়ান ভূত আমার ঘাড় থেকে একদিনের জন্য নামে…)
অনেক অনেক শুভকামনা আপনার জন্য। -{@ -{@ -{@
শাদমান সাকিব
আমিও আনন্দিত সবার মাঝে আবার ফিরে আসতে পেরে । ভালই হয়েছে আপনি সিরিয়াল নিয়ে লিখছেন ।
আমিও হয়ত দেখা শুরু করে দিতে পারি যে কোন সময় । না আমি তার পাঙ্খা নই , আপনি যেটি দেখাছেন তা একটু আগের , এটি বা পরেরটি একবার দেখেই ফেলুন ।ভালো না লাগার কোন কারণ নেই । কোরিয়ান ভুত না নামিয়েই
দেখুন । কোরিয়ান মুভি কিন্তু আমি দেখি । লিখব সে সব ছবি নিয়েও ।
ছবি নিয়ে লিখছি ,আমার অনেক আনন্দ অনেক দিন পরে হলেও ।
শুন্য শুন্যালয়
যাক অবশেষে আপনার দেখা পেলাম। মুভি নিয়ে কথাবার্তা শুরু করতেই আপনি চলে এসেছিলেন আলাপে। ভালোই হলো আরেকজনকে পেয়ে। সময় পেলেই চলে আসবেন। আমার ডাউনলোড করে মুভি দেখার অভিজ্ঞতা নেই, অনলাইনেই দেখে নেই, অনেক সময় মুভি কোয়ালিটি আর সাবটাইটালের জন্য সমস্যা হয়। ডাউনলোড লিঙ্ক সাথে দিয়ে দিলে খুশি হবো। মুভিটি দেখার ইচ্ছে জাগলো। দেখলে কেমন লাগলো জানাবো অবশ্যই। পুনরায় স্বাগতম সোনেলায় 🙂
শাদমান সাকিব
আমিও আপনাদের পেলাম । চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম ।তবে কখন সেটি ঠিক করতে একটু সময় নিয়েছি ।
লেখালেখির বাইরে ছিলাম । লিঙ্ক দেয়া হয়েছে , কোন সমস্যা আর সমস্যা থাকবেনা আশা করি । সাব টাইটেল কোন ব্যাপার না । শুধু আওয়াজ দিলেই হবে । তবে আমার জানার মধ্যে থাকতে হবে । দু’টোই দেখে ফেলুন ।
আমার পছন্দ হাই ডেফিনেশন । একবার হাইডেফিনেশন ডাঊনলোড করে দেখে ফেলুন । আপনি বললে লিংক দিয়ে দেব । অনেক আনন্দ পাচ্ছি সবার সাথে ।
শুন্য শুন্যালয়
লিঙ্ক এ ঢুকে হিমসিম খাচ্ছি, কোনটাতে গুতা দেব ভেবে। ইউটিউব কাজে দিচ্ছে না। মে বি ডিলিটেড।
HDRIP এ ক্লিক করতে হবে?
শাদমান সাকিব
আপনি কি টরেন্ট থেকে ডাউনলোড করেছেন কখনও ?
এটি সামান্য ছোট একটি প্রক্রিয়া । যা আপনাকে আগে করতে হবে ।
আমার ধারনা আপনি এটি পারবেন । চেষ্টা করুণ । আর একান্ত না পারলে এই নন টেকি শর্মা
বাংলা পদ্ধতিতে সাহায্য করবে ।
শুন্য শুন্যালয়
আমি utorrent install করে রেখেছি বেশ কিছুদিন, তবে এখনো কোন মুভি ডাউনলোড করিনি। আপনার লিঙ্কে ঢুকে বেশ কিছু ভার্শন দেখলাম, তাই কনফিউজড। মনে হয় HDRIP টাই নিতে হবে। শুরু করে দিলাম, যো বলে সোনিহাল…
না পারলে বাংলা পদ্ধতি তো আছেই আপনার 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
নেটের যা স্পীড তাতে ডাউনলোড করে দেখা সম্ভব হবেনা। মুভির নাম লিখে রাখলাম, মুভি পাগলদের কাছ থেকে নিতে হবে বা সিডি পাই কিনা দেখবো। সংক্ষেপে রিভিউ ভালো লিখেছেন।
শাদমান সাকিব
আমি ইচ্ছে করেই বেশি লিখিনি । লেখক হিসেবে তেমন জুইতের না । আর এটি খুব সহজ মুভি ।
প্রথম লিখলাম অনেকদিন পর । বেশি লিখে বিরক্ত করতেও চাইনি । আপনি সংগ্রহ করে দেখলে আপনার
ভালই লাগবে।অবশ্যই আমাদের স্পিড একটি সমস্যা।এজন্য একটি ছবি নামাতে অনেকদিন লেগে যেত আমার।
ছাইরাছ হেলাল
আপনি বার্গম্যানের ভক্ত আগে বলবেন না ? প্রোপিক দেখছি , কিন্তু খেয়াল করিনি ।
আমিও আপনার লাইনে আছি । চুপি চুপি বলে রাখি ।
শাদমান সাকিব
আমি না বুঝেই তাঁর সামান্য ভক্ত বলতে পারেন । আপনি তাঁর ছবি দেখেন জেনে ভালো লাগল ।
ছাইরাছ হেলাল
সে সব কবে থেকে হবে ?
স্বপ্ন
আপনার লেখারই তো রিভিউ লিখতে হবে দেখছি। মুভির মুল প্রতিপাদ্যকে একলাইনে নিয়ে আনলেন। রিভিউ পড়ে মুভি দেখা মজাই আলাদা।
শাদমান সাকিব
সহজ ছবি । দেখলেই বোঝা যায় । যে কেউ এটি দেখলেই ভালো লাগবে ।
সব লিখে দিয়ে আনন্দ মাটি করা ঠিক না ।
আনন্দের রাজ্যে আপনাদের স্বাগত জানাচ্ছি । আনন্দের মাঝে নিজেকে দেখুন ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মুভি রিভিউ পড়তে ভাল লাগে। -{@
শাদমান সাকিব
মুভি দেখতে আরও ভালো লাগবে ।
ছবি দেখুন ।
বনলতা সেন
আপনি আবার আমাদের মধ্যে এসেছেন দেখে ভালো লাগছে বেশ । আপনি পুরনো সুহৃদ্ আমাদের ।
এখনই টরেন্ট শিখলাম । দেখব ছবি সবার সাথে ।
শাদমান সাকিব
না এসে উপায় কী বলুন ? প্রথম সম্পর্ক বলে কথা । আপনি তো দেখছি বিরাট ব্যাপার ।
আপনার লেখায় আমি যে কী লিখব জানি না । নিজেদের মানুষদের এই উচ্চতায় দেখতে ভালই লাগে ।
এই ছবি দিয়েই শুরু করে দিন ।
খুব আনন্দ আমাদের ।
ব্লগার সজীব
ফিরে আসায় ভালো লাগছে খুব। সোনেলায় মুভি রিভিউ লেখা প্রথম ব্লগার আপনি। আবার নিয়মিত লিখবেন এই আশা করতেই পারি।
এই মুভিটি দেখা হয়নি। ডাউনলোড শুরু করে দিয়েছি। আপনার পছন্দের মুভি ভালো হতে বাধ্য 🙂
শাদমান সাকিব
আমি ও আপনাদের পেয়ে মাহা আনন্দে শুরু করে দিয়েছি । দেখতে শুরু করে দিন ।
আরও অনেক চমক অপেক্ষা করছে ।
টেকি পোষ্ট দিয়ে আমার কষ্ট কমিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ ।
শিশির কনা
ওয়েলকাম ব্যাক ভাইয়া । আপনার পোষ্টের অপেক্ষায় ছিলাম। ফিরে এলেন পোষ্ট সহ। দেখবো মুভিটি 🙂
শাদমান সাকিব
অবশ্যই আপনি দেখবেন ।
আমিও আপনাদের সাথে ছিলাম , এখন থেকে আবার সাথে আছি ।
ছবি আর ছবি।দেখুন দেখুন ।
মিসু
অনেক দিন পরে ব্লগে এসে আপনাকে দেখলাম। ভালো লাগছে খুব। মোবাইলে নেট ব্রাউজ করি ভাই। ইচ্ছে থাকলেও উপায় নেই। তবে প্রিয় মুভির তালিকায় লিখে রাখলাম। সুযোগ পেলেই দেখবো ।
শাদমান সাকিব
আপনিও অনেকদিন পর এলেন । আনন্দিত হলাম । সময় সুযোগ পেলে দেখে নেবেন ।
লীলাবতী
বুঝলাম মুভি দেখার সময় বের করতেই হবে। নইলে আলোচনায় থাকতে পারবো না। ফিরে আসার শুভেচ্ছা নিন।
শাদমান সাকিব
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা । ফিরে আসতেই হয় । অবশ্যই মুভি দেখার জন্য সময় বের করতেই হবে ।
সাথে থাকবেন অবশ্যই ।
আদিব আদ্নান
আপনি তো আমাদের পুরনো আপন জন । কিছুদিন আগেও আমারা আপনার কথা ভেবেছি ।
আবার এসেই বেশ জমজমাট করে ফেলেছেন দেখে অনেক আনন্দ হচ্ছে । লেখা পড়ে তো মুভি দেখতে মন চাইছে ।
আপনি যখন এসেই পড়েছেন তখন আর পিছিয়ে থেকে লাভ কী ।
চালিয়ে যান ধুমছে ।
শাদমান সাকিব
ধুমছেই চালাব ,কিন্তু পুরনো জনেরা না এলে হবে না । আমরা সবাই প্রথমের মানুষ ।
আপনারা মনে রেখেছেন বলেই আসতে পেরেছি স্বজনদের মাঝে । শুরু করতে মোটেই দেরি করা ঠিক না ।
জিসান শা ইকরাম
ব্যস্ততার কারণে আলোচনা মিস করছি।
কবে যে ব্যস্ততা কমবে ?
শাদমান সাকিব
ব্যস্ততাও চলবে ,আলোচনাও চলবে পাশাপাশি ।
অন্তরা মিতু
দেখবো… শেয়ার করলাম….. অনেক ধন্যবাদ ছবিটির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য….. 🙂
শাদমান সাকিব
সময় করে দেখে ফেলবেন । ভালও লাগবে অবশ্যই ।একটু নিয়মিত হোন । আমি নিয়মিত হয়েছি ।
ভাল থাকুন আরও ।
মিথুন
দেখবো ভাইয়া ।