চক্ষু সুন্দরের পুজারী চেয়ে থাকে সুদুর প্রসারী অন্ত জীবনে অনন্ত আশা তুমি আমার যক্ষের ভালোবাসা। রুপ কারিগর রুপের দান তারই প্রজা রুপেরই রায়ত দেখি মুখিয়ে তারি পান রুপ সুধায় পুজি সতত। যতই দেখিব ততই সাধিব রুপ্সাগরে বিচরণে ডুবিব রুপ মাধুরী রুপ যাদুতে মন হরিনী রুপ মোহিতে। মনোলোভা, চোখ সুন্দরের পুজারী তাই আমি সুন্দরেই পুজি।