বারোটি বছরে একটি বারও মনে পড়েনি আমায় উম্মাদনায় চাওয়া ভালবাসার আবদার "ভালবাসি তোমায়" মনে পড়ল আজ তোমার, বারোটি বছর পর!। বলো কেমন আছো, এত দিন পর? ভালো!একটি দীর্ঘ স্বাসে বেরিয়ে এলো, একটুও বদলাওনি তুমি,সেই হরিনি চোখেঁর বাকা চাহনি শুধু কাশঁফুলে ছেয়ে গেছে চুলের ভাজেঁর মধ্য মণিতে। তোমার কথা বলো,তুমি কেমন ছিলে এতদিন? ছিলামতো ভাল একা!বিরহের [ বিস্তারিত ]