থমকে দাড়ানো, ক্লান্ত লোহিত সন্ধ্যের এক দীর্ঘ শ্বাস, কেমন আছিস? বন্ধু! দিনান্তে আর শোনা যায় না! তাপ দগ্ধ সাহারার বুকে ইয়াকুবার বাগানের পর্নমোচী পাতা! অভিমানের হিমশীতল, সুমেরুর বরফের ফাটলে ঝরে পড়ে আছে! আমি মরি ,আমার দীর্ঘশ্বাস মরে, তোমার সাহারার বুকে বেড়ে ওঠা, তোমার বাগানের জন্য! তুমি ও মরো, একটু হাতের আগল পাওয়ার জন্য! তাও আবার [ বিস্তারিত ]