হাসিনা, খালেদা, আর নিযামি এই নিয়া আছি আমি স্বদেশওঁ মনে হয় এ যেন নয় আমার মাতৃভূমি, আজ, কাল পরশু এ ভাবেই যাচ্ছে আমার দিনমান সপ্ন গুলো লাগছে ধুসর হচ্ছে অসমান, এ যেন এক অন্ধ, নির্বাক, নিস্তব্দতা ক্রমেই বাড়ছে সমস্যা সঙকুল জটিলতা, ঘুম ভাংতে হয়ে গেল অনেক দেরি তাকিয়ে দেখি পায়ে আমার ডাণ্ডাবেড়ি।