যতদিন রোগীকে চেম্বারে বসায় রেখে ডাক্তাররা রোগীর রিপোর্ট আনতে যাবে না, ততোদিন দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে না। তুমি ডাক্তার সুস্থ মানুষ, আমি অসুস্থ, আর আমাকে বলো তুমি ঐ রুমে যান,ওখানে টাকা দেন,আমি এসির নিচে বসে আছি,আপনি কাজগুলো করে আসেন। উল্টো বের হওয়ার সময় সুন্দর গলায় বলেন,আপনি সম্পূর্ণ বিশ্রামে থাকবেন ৷ হাহা ব্যাপারটা কেমন জানি [ বিস্তারিত ]