(১৬ই ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষ্যে লিখা) ------------------------------------------------ (একঃ ফেব্রুয়ারী, ১৯৭১) ------------------------------------------------------------------------------------ নতুন চাকরীর মাইনে পকেটে ভরে আবীর রিকশা নিয়ে ছুটছে ওয়ারীর দিকে। খুশীতে তার চোখ গুলো আজ চকমক করছে। কতদিন পরে আজ জমানো টাকায় নীলাকে সে গয়না কিনে দেবে! বিয়ের চার বছর হয়ে গেলো, কিছুই কিনে দিতে পারেনি। প্রতি মাসে সে অল্প অল্প করে টাকা [ বিস্তারিত ]