১) বিকেলের দিকে অফিসে বসে ঝিমুচ্ছিলাম। রোজার দিন, দুপুরের পর শরীর আর চলতে চায় না। কোনোমতে সাড়ে তিনটা পর্যন্ত কাটিয়ে দিয়ে বের হয়ে পড়ি। পিয়ন এসে বলল, স্যার আপনার একজন গেস্ট এইসেছে। আমি একটু অবাক হলাম। কে আসতে পারে? অফিসে কখনোই আমার কোনো অতিথি আসেনি। আমি নিজে চাই না কেউ আমার অফিসে আসুক। আর আমার [ বিস্তারিত ]