আবোলতাবোল জাইকাতুল মাউত *************** আমার পাপে জমা পাহাড়টাকে ডিনামাইট মেরে উড়িয়ে দিয়ে, আমার আমিকে মুক্তি দেবো, শুন্যে তাকে ভাসিয়ে দেবো। আমি পাপী হয়ে থাকবো মরে, রইবো মিশে মাটির সাথে মাটির ঘরে, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আর সে পূন্যে হয়ে রইবে বেঁচে শক্তি হয়ে সর্বকালে। কে বলেরে মানুষ মরে, নাফস তথা পাপীই মরে, পূন্যশক্তির রুপান্তরে নোঙর [ বিস্তারিত ]