রবির আলোয় জেগে উঠুক স্নিগ্ধ সতেজ ভোর, রবির আলোয় ছোট্ট সোনা প্রথম খুলুক দোর। রবির আলোয় ছড়িয়ে পড়ুক শাপলা ফুলের হাসি, রবির আলোয় গাক সবে ‘মা তোমায় ভালোবাসি’। রবির আলোয় গাছ-পালা পাক কিশলয়ের প্রাণ, রবির আলোয় শ্রমীর ও’ বুক বাঁধুক সুখের গান। রবির আলোয় ধান ক্ষেতে বাও গড়ুক সবুজ দোলা, রবির আলোয় ছাগ গরু হোক [ বিস্তারিত ]