
রবির আলোয় জেগে উঠুক স্নিগ্ধ সতেজ ভোর,
রবির আলোয় ছোট্ট সোনা প্রথম খুলুক দোর।
রবির আলোয় ছড়িয়ে পড়ুক শাপলা ফুলের হাসি,
রবির আলোয় গাক সবে ‘মা তোমায় ভালোবাসি’।
রবির আলোয় গাছ-পালা পাক কিশলয়ের প্রাণ,
রবির আলোয় শ্রমীর ও’ বুক বাঁধুক সুখের গান।
রবির আলোয় ধান ক্ষেতে বাও গড়ুক সবুজ দোলা,
রবির আলোয় ছাগ গরু হোক আশায় পরাণ ভোলা।
রবির আলোয় ফের ফিরে পাক কামার কুমোর সুর,
রবির আলোয় আলসে মনন খুব বেশি যাক দূর।
রবির আলোয় মাল্লা মাঝি মেলুক ব্যাকুল আঁখি,
রবির আলোয় তাল ও সুরে ঝগড়া করুক পাখি।
রবির আলোয় ফুল পাতা ফল নাচুক শাখে ঝুলে,
রবির আলোয় প্রাণ ধেয়ে যাক গৃহস্থালীর মূলে।
রবির আলোয় গর্জে উঠুক নবীন বরণ গীতি,
রবির আলোয় চাষ করুক জ্ঞান সাম্যবাদের প্রীতি।
রবির আলোয় সবুজ-তরুণ উচ্চে রাখুক শির,
রবির আলোয় বিশ্বাসী সব খোশেই তুলুক নীড়।
রবির আলোয় উপচে পড়ুক জ্ঞানী-গুণির জ্যোতি,
রবির আলোয় ভ্রান্ত যা মত করুক স্বীকার নতি।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
রবির আলোয় জীবন ভরুক মধুময় সুখ আর সুখ কবি দা
ভাল থাকবেন——–
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
মোঃ মজিবর রহমান
অনবদ্য কাব্যিক রচনা বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল মজিবর ভাই!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিম নজরুল
চমৎকার লেখা। ছন্দের গাঁথুনিও চমৎকার।
বোরহানুল ইসলাম লিটন
অপরিসীম ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।