মরণ আসার আগে তুমি কি আর আসবে না?আমার স্যাঁতস্যাঁতে ভেজা আঙিনায়,প্রহর গোনে তোমার পাড়ের কচি ঘাস!কত জল গেছে বয়ে,কত ইতিহাস যাচ্ছে ক্ষয়ে… সেই অনেক দিন আগেকার কথা তুমি কি আর বলবে না?যখন তোমার কেউ ছিলো না…নদী ছিলো না,এত ফুল ছিলো না,পাখি ছিলো না,সবার কাছে ছিলে তুমি, চাষা অযোগ্য ভূমি!তখন শুধু তোমার বুকে ছিলাম ফুটে সেই [ বিস্তারিত ]