আমার বাংলাদেশ সোনার মাটিতে সোনার সন্তান সকাল দুপুর আর রাত, বুকে তুলে তাকে চেপে কন্ঠে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। পথের ধূলা কপালে মেখে ভাবি সোনার প্রদ্বীপ লতাপাতার মতো মাথার উপর আলোক রাশি, সেই আমার দেশের মাটি শ্রেষ্ঠ সবার প্রাণের দাবি। রূপসী এই বাংলাদেশের রূপ দেখে হই মুগ্ধ, বাতাসে দোলে মাঠের ফসল সবুজের বুক [ বিস্তারিত ]