প্রেমিকের চোখে প্রেম থাকে, কৈশোরের হারানো নিখাঁদ প্রেম! প্রেমিকের চোখে নেশা থাকে, প্রতিশোধের নেশা, বিরহের সুবর্ণজয়ন্তী ছোঁয়ার নেশা! জানি সত্যি নয় হ্যালুসিনেশন! প্রেমিকের চোখে আমি শুধু খুনি দেখতে পাই , শুধু খুনি নয়, ঠান্ডা মাথার খুনি! উপেক্ষার জেহের সাজিয়ে দেয় সে ক্যান্ডেলাইট ডিনারে। গোলাপকে এগিয়ে ধরে কাঁটা না ছাড়িয়ে। আকাশ থেকে এসিড বৃষ্টি ঝরলে সে [ বিস্তারিত ]