তোমাকে ছুঁয়ে দিতে নিশ্বাসে পাড়ি দেই শত ক্রোশ! কথা দিচ্ছি আসবো, যদি খুলতে পারি শেকলের আগল, প্রোথিত বিশ্বাস। এনোনা; অপেক্ষায় ক্লান্তি, শুধু চোখে নয় একাত্মতায় ও হয় শুভদৃষ্টি! সিগনেচারে বিকোতে পারিনি হীরক শরীর! আমার কাছে জাত হারামি কিংবা ধূর্ত শেয়াল মনে হয় ওদের। যাদের হাতগুলো ঈগলের নখ আর হায়েনার মতো চোখ। দ্বিখণ্ডিত স্বত্বা চূর্ণ [ বিস্তারিত ]