আমাকে ভেবে যদি কখনো তোমার চোখে একফোঁটা অশ্রু ঝরে- ফাল্গুনী পূর্ণিমার রাতে, তবে চলে এসো তুমি- শিউলীর মালা হাতে আমি থাকবো অপেক্ষায় । কাদামাটির স্যাঁৎস্যাতে সোঁদা গন্ধে হয়তো তোমার ভালো লাগবে না, আমি কর্পূরের কিয়দাংশ সরিয়ে রেখে দেবো- তোমার সাথে সমান্তরাল জীবন না পেলেও সহমরণে আমি সন্তুষ্ট। তোমার প্রিয় শিউলীর বেস্টনীতে মম শবযাত্রা যেন [ বিস্তারিত ]