‘আপনার তো খালি উপলক্ষ হলেই হয়’ কবির কথা যায় না ফ্যালা!! চলুন যাই এবার উপলক্ষের খোঁজে। উছাস উছলে রাঙ্গা পিরান গায়ে চাপিয়ে সুগন্ধি তেলে টাক মেখে, ঢাউস বাহারি টুপিতে টাক লুকিয়ে, ঢ্যাঙ্গা ঠ্যাং এ সরু জিনস বাগিয়ে হেলে দুলে মেলায় যাইরে ভাঁজতে ভাঁজতে বৈশাখী মেলা প্রাঙ্গণে উপলক্ষের খোঁজে। থিক-থিকে গিজ-গিজে বেজায় ভিড়ে বাজে গরমের [ বিস্তারিত ]