সেপ্টেম্বর, সোনেলার জন্মমাস। এ এক অনন্য অনুভূতি। লেখালিখির জন্য আমার এবং সবার প্রিয় এই উঠোনকে নিয়ে নিজের কিছু অনুভূতি পাঠকদের সাথে শেয়ার করার দায়িত্ববোধ থেকেই আজকের এই লেখা। বাংলা অনেক ব্লগসাইট আমি দেখেছি, তবে সত্যি কথা বলতে সোনেলার মত জনপ্রিয় ব্লগসাইট আমার ইদানিংকালে খুব একটা চোখে পড়েনি। সোনেলায় আমার পথচলা খুব বেশি দিনের নয়। লেখক [ বিস্তারিত ]