দেশে ধর্ষনের মহা উৎসব লেগেছে। শিশু, কিশোরী, বয়োবৃদ্ধা কেউ রেহাই পাচ্ছেনা ধর্ষকের হাত থেকে। এ যেন অন্ধকার আর এক আইয়্যামে জাহেলিয়াত যুগ দেখছি। আমি বাকরুদ্ধ স্তব্ধ হয়ে পড়েছি। রাগে, ক্রোধে নিজের মমত্ববোধের নিজেই গলা টিপে ধরেছি। আর কোন ছাড় নয়, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই। আর তাই এই লেখায় মানবতা, মানবিকতা, সহমর্মিতা এসব শব্দের ব্যবহার করে [ বিস্তারিত ]