বসন্ত এসে ছিলো বলেই ফুলে ফুলে ভরে ওঠে ছিলো প্রকৃতি ,কুহু কুহু ডেকেছিল বসন্তের কোকিল আর হেসেছিলো মরুদ্ধান। সে হাঁসি আর রইলো কই ? কালের বিবর্তনে বসন্ত যাওয়ার সাথে সাথেই চলে গেল কোকিল ।বিষন্নতায় মরুদ্ধানের বুকে তখন গ্রীষ্মের খরার ফাটল। যেন কিছুই করার নেই! শুধুই আকাশ পানে চেয়ে থাকা! ঋতুর পরিবর্তনে কোনো দিন হয়তো বর্ষার [ বিস্তারিত ]