★ এই মৃত্যু ও ধর্ষণের উপত্যকা আমাদের দেশ নয়--- হোক প্রতিবাদ ★ --- শাহীন চৌধুরী ডলি আর কতো অধঃপতন ! ধর্ষনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে । শিক্ষিত বা অশিক্ষিত, চারত্রিক স্খলনের নজির সৃষ্টি করে চলেছে । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সমাজের সর্ব নিম্নস্তরের পুরুষটি তার পুরুষত্ব দেখাতে যেন ব্যস্ত হয়ে পড়েছে । ঘরে বাইরে কোথায় মেয়েরা [ বিস্তারিত ]