তুমি এসে দেখে যাও কত কষ্টে আমি বেঁচে আছি বুকের রক্তে লিখছি প্রেমের ইতিহাস দু’চোখের নোনা জলে গড়াচ্ছি প্রেমের তাঁজমহল খড়ের চিতায় নিজেকে কুরে কুরে ধুকে ধুকে পুড়ে মারছি বিশ্বাস কর - সায়েন্স বলে অন্তর মাঝে করে লবডব মুসলিম বলে অন্তর মাঝে জপে আল্লাহর নাম হিন্দু বলে অন্তরে নাকি করে রাম রাম আমি বলি মিথ্যে [ বিস্তারিত ]