কিছুদিন আগে চট্টগ্রাম নাজিরহাট সড়ক দিয়ে সন্ধ্যায় বাড়ি থেকে শহরে ফেরার পথে হাটাহাজারির ২/৩ কি মিঃ আগে থেকে ৪/৫ কি মিঃ পর পর্যন্ত দেখলাম শত শত ব্যাটারি চালিত রিক্সা। পাশাপাশি দেখলাম ব্যাটারি রিক্সা গলি চেড়ে শহরের প্রধান সড়কে চলতে শুরু করেছে যদিও শহরে ব্যটারি চালিত রিক্সা চলাচলে মাননীয় আদালত কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে। তাই [ বিস্তারিত ]