প্রিয়তমেষু... যখন তুমি শিশির ভেজা লাল গোলাপ, ইচ্ছে করে মিষ্টি গন্ধে মাতাল হতে। যখন তুমি মিষ্টি রোদেলা দুপুর, ইচ্ছে করে উদভ্ৰানতোর মতো ছুটতে। যখন তুমি রূপে অপরূপ, ইচ্ছে করে আয়নায় মুখোমুখি হতে। প্রিয়তমেষু... যখন তুমি শেষ বিকেলের রোদ, ইচ্ছে করে সিক্ত রোদে পুড়ে যেতে। যখন তুমি নীলিমা প্রান্তরের মেঘ, ইচ্ছে করে বাতাসের বেগে ছুটতে। [
বিস্তারিত ]