সেই তো তুমি এলে, যখন ঘনিয়ে আসছে মেঘমেদুর সন্ধ্যা! অনুভূতিরা স্বেচ্ছা বন্ধ্যাত্ব নিয়ে ঝাড়া হাতপা। গোধূলির কাছে ছিল কিছু পুরনো ঋণ, চুকিয়ে দিয়ে এখন আমি অন্ধকারে অবনতা মৌণ! পিছুডাক শুনে দুরুদুরু বুকে জাগে শিহরণ! একই সঙ্গে পায়ের বেড়ি বেজে ওঠে ঝনঝন। দেখা হলো আমাদের সমরখন্দের তীরে, সভ্যতার পরিখা মধ্যিখানে। বেওকুফ হরমোন যখন দক্ষ তীরন্দাজ। ছেয়ে [ বিস্তারিত ]