নির্জলা বারান্দায় রোদ নেই, তবুও তাতে ঢলে পড়ে যকৃৎ, বাস , ট্রেন,দৌড়- ঝাঁপ, ক্লান্তি আর বিবর্ণ প্রতীক্ষা, যাই হোক, তুবও দিলে নাকো একখানা এঠো হাত! বাইনোমিয়াল ধোঁয়ায় চোখ গলে জবা লাল, খসে পড়ে দুই বর্ণের ভাত! দেওয়ালে আলপিনে হ্যাং করে, ফ্রেমে ভাঙা দরজার বিশ্বাস! এক গোয়ালে দুই গরু গ্রীষ্ম, বর্ষা,আত্ম-লীন নোনা ভরসা! চাকা ,ডেস্কটপ, উরু-দ্বয়ের [ বিস্তারিত ]