কেউ বলে গান লিখি
কেউ বলে মজা করি,
আমি বসে বসে ভাবি
খটকাটা বাঁধল একি?
কবিতার ‘ক’ও নাই
ছন্দের ‘ছ’ও নাই
নাম দেয় কবি তা
মাঝে মাঝে ভাবি তা।
কেউ তো খুঁজল না
লেখার মজা বুঝল না,
লেখা আমার শখ তাই
লিখে আমি যেতে চাই।
ওদের নানান শান্তনা
মনকে পড়ায় মন্ত্রণা,
লেখায় আঁকি আল্পনা
লাগে আমার মন্দ না।
১০টি মন্তব্য
নীলকন্ঠ জয়
লিখে যান মনের খোরাক মেটাতে। আর নিয়মিত লিখবেন আমাদের মতো পাঠকদের (অলেখকদের) পঠনের পিপাসা মেটাতে।
কবিতা ভালো লেগেছে আপু। শুভেচ্ছা। -{@
তামান্না রুবাইয়াত
লিখা লিখি আমার কাছে মনে খরাক ভাইয়া। না লিখতে পারলে মনের ভাব প্রকাশ না করতে পারলে সেটা ভালো হোক মন্দ হোক, আমার খারাপ লাগে। তাই যা মন চায় ভুল হলেও লিখি, দোয়া করবে।
শুন্য শুন্যালয়
ছন্দের ছ অনেক মজার হয়েছে … (y)
জিসান শা ইকরাম
আমরা খুঁজি আপনার লেখা
আমরা বুঝি আপনার লেখা
আমাদেরও মন্দ লাগেনা , ভালোই লাগে -{@ (y)
তার ছেঁড়া
কবিতার ‘ ক ‘ না হইলে এইডা কি লিখছেন বলেন তো 😛 । অনেক সুন্দর লিখেছেন ।
তামান্না রুবাইয়াত
কেমনে কই ;? আমার মাথার তার তো একটা ছিঁড়া ^:^ । হা হা হা
অনেক ধন্যবাদ। \|/ 😀
লীলাবতী
আপনি লিখতে থাকুন আপু , আমরাও পড়তে থাকি (y) -{@
কৃন্তনিকা
ছোট্ট ও সুন্দর…
খসড়া
🙂
হতভাগ্য কবি
চমৎকার আপুজি