১.
চৌধুরী আরিফ মানুষ হিসেবে সিরিয়াস । এ ব্যাপারে উনার নাম আছে ।
১০টার অফিসে তিনি ৮টায় গিয়ে পৌঁছান । কলিগদের ধারনা ,সাংসারিক জীবনে তিনি অসুখি তাই পালিয়ে আসেন।
অতি সিরিয়াস হিসেবে তার শিক্ষাগত যোগ্যতা খুবি ভালো । চেহারায় বোকা বোকা ভাব আছে ।
সুক্ষ গোঁফের রেখাও আছে । দাড়ি না উঠার কারনে তিনি দাড়ি রেখে সুন্নত পালন করতে পারছেন না ।
থুতনির কাছে অল্প কিছু দাড়ি আছে । আড়ালে তার বাসার কাজের বুয়া এগুলোকে ছাগলা দাড়ি বলায় তিনি দাড়ি রাখতে পারছেন না
( তার কাজের বুয়া খালেদা কঠিন রসিক – প্রায় গ্রাম্য উচ্চারনে শহুরে ভাষা বলেন , বুয়া বলেছেন ছাগলইয়অ্যাঁ দাড়ি , যদিও তাকে দেখায় চেংড়া লোকের মত )
। তিনি রসিকতা নিতে জানেন না ।
এক রাতে তার বউ এর সাথে কিছুটা মতের পার্থক্য দেখা গেলো । বউ কেঁদে কেঁদে ব্যাগ গুছাচ্চে । অবাক হয়ে তিনি দেখলেন তার বউ কুসুম ব্যাগের ভেতর তার কাপড় ঢুকিয়ে দিচ্ছেন । তিনি জিজ্ঞেস করলেন , এগুলোর মানে কি ? তার বউ কুসুম কান্না থামিয়ে , মুখে পাসপোর্ট সাইজ হাসি এনে বলেন ” আজ থেকে তুমি বাসায় থাকবে না – তোমাকে তাই ব্যাগ গুছিয়ে দিচ্ছি ”
মহাজাগতিক সে ঘটনার পর থেকে তার ভেতর অস্থির ভাব প্রকাশ পাচ্ছে । তিনি লুকিয়ে রাখতে চেষ্টা করছেন , পারছেন না ।
সব কিছুতেই ভেতর থেকে বক্তব্য দিতে ইচ্ছে করছে । রাজনিতিক দলগুলোতে মিডিয়া কাভারের জন্য লোক দেয়া হয় ,
প্রফেশনটা উনার এখন লোভনীয় মনে হচ্ছে ।
১০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
হা হা হা…চৌধুরী আরিফ সাহেবের দুঃখ এ হাসি চলে এসো…সরি :p
পরের পর্ব টা কাল কখন দেবেন? বসে থাকবো …
দারুণ শুরু (y)
প্রিন্স মাহমুদ
কাল সকালে পাবেন । আসলে এটা হাসির গল্প । সিরিয়াস কিছুনা । হাসতে পারেন । কিছু ফেসবুক সেলেব্রেটির চাপাবাজি আই মিন স্ট্যাটাস এর বিষয়গুলো এক করে গল্পের আকার দিয়েছি । সাথে ওদের গোপাল ভাঁড় বানাবার চেষ্টা ।
তন্দ্রা
সুযোগ পেলে সবাই পটাই রাগাই,
ভালো হয়েছে।
প্রিন্স মাহমুদ
ধইন্না
মা মাটি দেশ
চিরাচরিত বাংলা নারীর অভিমান –রাগ করে বাপের বাড়ী (y)
প্রিন্স মাহমুদ
যাবার সময় তারা কিন্তু ফিরে আসার ভাড়াও নিয়ে যায় । এপিক (y)
খসড়া
ঠিক বুঝলাম না , আমিও চৌধুরী আরিফ সাহেবের মত কিনা 🙁
প্রিন্স মাহমুদ
হাহাহাহাহাহহাহাহাহ
জিসান শা ইকরাম
দারুন সুচনা পর্ব —
অপেক্ষা পরের পর্বের জন্য —
নীলকন্ঠ জয়
আরিফ চৌধুরীদের সংখ্যা বোধ করি ভারী হবে।। 😀