বৃত্ত

অরণ্য পুলক ১০ নভেম্বর ২০১৩, রবিবার, ০৩:৪৬:৪৭অপরাহ্ন গল্প ১৪ মন্তব্য

হঠাৎ মনে হল পাখাটা থেমে গেছে।গায়ে যে বাতাসটা লাগছে তা পাখার নয়।সে বাতাস আসছে বড় কোন জানালা দিয়ে।কিন্তু মজার বিষয় হচ্ছে যে, এ ঘরে দরজা ,জানালা কিছুই নেই।ঘরটায় আমি আসলাম কিভাবে তা বড়ই চিন্তার বিষয়।সম্ভবত ঘটনাটা আবারো ঘটেছে।মাঝে মাঝে আমি আমার বৃত্ত থেকে বেরিয়ে যাই।নিতান্ত অনিচ্ছায়েই সেটা ঘটে।কিভাবে ঘটে সেটা বড়ই রহস্যময়। সৃষ্টির সাথে স্রষ্টা সব সময়ই কিছু রহস্য পাঠিয়ে দেন।রহস্য আমার পছন্দের বিষয়ে পড়ে না।তাই যখন এ ঘটনা ঘটে তখন আমি বিরক্ত হই।যেমনটা এখন।
আজব!! এ বিষয়ে আমার করার কিছুই নেই।বইটা পড়া ঠিক হয় নি।অদ্ভুত কোন বই পড়লেই এই সমস্যা শুরু হয়। এখন বের করা দরকার আমি জেগে আছি ?নাকি ঘুমাচ্ছি।ঘুমিয়ে থাকলে তেমন সমস্যা নেই।কিন্তু জেগে থাকলে!!? সেটা ভয়াবহ বিষয় হবে।সবাই আমার আশেপাশে থাকবে কিন্তু আমি কাওকে দেখব না।আমার জগত থাকবে এই শ্বেতশুভ্র তিন কোনা ঘর।সবার সব কথা শুনব,কিন্তু কাওকে দেখব না।বড়ই অস্বস্তিকর বিষয়।
অরণ্য পুলক

৬২৬জন ৬২৬জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে
  • অরণ্য পুলক-এর দানব পোস্টে

ফেইসবুকে সোনেলা ব্লগ