হঠাৎ মনে হল পাখাটা থেমে গেছে।গায়ে যে বাতাসটা লাগছে তা পাখার নয়।সে বাতাস আসছে বড় কোন জানালা দিয়ে।কিন্তু মজার বিষয় হচ্ছে যে, এ ঘরে দরজা ,জানালা কিছুই নেই।ঘরটায় আমি আসলাম কিভাবে তা বড়ই চিন্তার বিষয়।সম্ভবত ঘটনাটা আবারো ঘটেছে।মাঝে মাঝে আমি আমার বৃত্ত থেকে বেরিয়ে যাই।নিতান্ত অনিচ্ছায়েই সেটা ঘটে।কিভাবে ঘটে সেটা বড়ই রহস্যময়। সৃষ্টির সাথে স্রষ্টা সব সময়ই কিছু রহস্য পাঠিয়ে দেন।রহস্য আমার পছন্দের বিষয়ে পড়ে না।তাই যখন এ ঘটনা ঘটে তখন আমি বিরক্ত হই।যেমনটা এখন।
আজব!! এ বিষয়ে আমার করার কিছুই নেই।বইটা পড়া ঠিক হয় নি।অদ্ভুত কোন বই পড়লেই এই সমস্যা শুরু হয়। এখন বের করা দরকার আমি জেগে আছি ?নাকি ঘুমাচ্ছি।ঘুমিয়ে থাকলে তেমন সমস্যা নেই।কিন্তু জেগে থাকলে!!? সেটা ভয়াবহ বিষয় হবে।সবাই আমার আশেপাশে থাকবে কিন্তু আমি কাওকে দেখব না।আমার জগত থাকবে এই শ্বেতশুভ্র তিন কোনা ঘর।সবার সব কথা শুনব,কিন্তু কাওকে দেখব না।বড়ই অস্বস্তিকর বিষয়।
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
বাতাসটা অবশ্যই আসছে
সেটা আপনার মন থেকে
এক নির্মল বাতাস ।
ভালো লাগলো ছোট সুন্দর গল্পটি ।
শুভ কামনা , শুভ ব্লগিং ।
অরণ্য পুলক
এই অতি নগণ্য অরণ্য পুলক কে নিজেদের মাঝে জায়গা দেয়ায় আমি কৃতজ্ঞ জিসান ভাই
……। 🙂 😀 \|/
খসড়া
বৃত্তের বাইরে আমার অবস্থান সব সময়। তাই আমি কেন্দ্রচূত।
অরণ্য পুলক
বৃত্তের বাইরে কৃষ্ণগহবর এর অভাব নাই…।দেইখেন আবার…কহন কোনটায় আপনারে টান দিয়া নিজের মাঝে বিলিন কইরা নেয়……। 😀
ছাইরাছ হেলাল
আপনার প্রথম লেখায়ই ভিন্নতার ছাপ পেলাম ।
শুভেচ্ছা দিলাম এখানে আশার জন্য ।
বৃত্তের বাইরে যাওয়া কিন্তু সত্যি কঠিন ।
অরণ্য পুলক
ভিন্নতার ছাপ ফেলতে পারায় আমি উচ্ছাসিত। …… ধন্যবাদ এ লেখায় কিছু সময় ব্যায় করার জন্য…। 😀
প্রিন্স মাহমুদ
স্বাগতম সোনেলায়
অরণ্য পুলক
তোমার পিছে পিছে আই পইচ্চি…। 😀
মা মাটি দেশ
(y) :T \|/ অসম্ভব ভাল।
অরণ্য পুলক
লজ্জার ইমো খুইজা পাইতাসি না ভাই……। 😀
বনলতা সেন
অভিনন্দন আপনাকে ছোট্ট সুন্দ লেখার জন্য ।
আপনি দেখছি অদৃশ্যতায় দৃশ্যমান ।
অরণ্য পুলক
তাশকিত অনুভব করতাছি আপু…। ধন্যবাদ…। \|/ 😀
তাপসকিরণ রায়
ভাল লেগেছে আপনার লেখা।সুন্দর অনুভব।
অরণ্য পুলক
অনুভূতিটা বুঝবার তোরে ধইন্যবাদ…………। 😀