
একমুঠো সাদা আকাশের জন্মদিন
আবেগ অনুভূতি উপলব্ধি ছুঁয়ে যাচ্ছে-
রাস্তার মোড়ে কৃষ্ণচূড়া লালে লাল!
মিছিলে- মিছিলে সুবাসিত গন্ধ ভাসছে
অন্তহীন দেহের ভাজে- ভাজে;
অথচ কাপুরুষ ভীতুর দল নোংরা
বর্ণমালা গাঁথছে আর গাঁথছে- যত
নর্দমার ভাষা, জল মাটি, গাছপালা
লতাপাতা বিমুখ; তবু যুগ যুগান্ত ধরে
গন্ধবিরল ফুটুক ফুল, জন্মের গুণে।
২০ ভাদ্র ১৪২৯, ০৪সেপ্টেম্বর ’২২
৭টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
বহুরূপী সমাগম কবি দা!
বেশ অনুভবী উচ্চারণ।
শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
চমৎকার মন্তব্য করার জন্য
অনেক লাল গোলাপের শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
মো: মোয়াজ্জেম হোসেন অপু
আসলেই জন্মগুনেই সব।সুন্দর লিখেছেন ভাই। শুভকামনা
আলমগীর সরকার লিটন
কষ্ট করে পাঠ করার জন্য
অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা জানাই
কবি অপু দা!
ভাল ও সুস্থ থাকবেন—-
হালিমা আক্তার
চমৎকার লিখেছেন। জন্মের গুনের তুলনা হয় না। শুভেচ্ছা রইলো।
আলমগীর সরকার লিটন
পোঠে অনেক লাল গোলাপের শুভেচ্ছা রইল
কবি হালিমা আপু ভাল ও সুস্থ থাকবেন———–
হালিম নজরুল
জন্ম হোক যথাতথা কর্ম হোক ভাল।