জন্মের গুণে

আলমগীর সরকার লিটন ৪ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ১১:৪৬:৩৬পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য

একমুঠো সাদা আকাশের জন্মদিন

আবেগ অনুভূতি উপলব্ধি ছুঁয়ে যাচ্ছে-

রাস্তার মোড়ে কৃষ্ণচূড়া লালে লাল!

মিছিলে- মিছিলে সুবাসিত গন্ধ ভাসছে

অন্তহীন দেহের ভাজে- ভাজে;

অথচ কাপুরুষ ভীতুর দল নোংরা

বর্ণমালা গাঁথছে আর গাঁথছে- যত

নর্দমার ভাষা, জল মাটি, গাছপালা

লতাপাতা বিমুখ; তবু যুগ যুগান্ত ধরে

গন্ধবিরল ফুটুক ফুল, জন্মের গুণে।

২০ ভাদ্র ১৪২৯, ০৪সেপ্টেম্বর ’২২

৩৮৯জন ৩০৬জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ