ও ছলনী মেঘের বেটি!

বোরহানুল ইসলাম লিটন ১৪ আগস্ট ২০২২, রবিবার, ০৫:৩৯:৩৫পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

ও ছলনী মেঘের বেটি
যাস ধেয়ে তুই কোন দূরে!
ওই রূপে যে নাচন জাগে
কদম কেয়ার গা জুড়ে!

ঝির ঝিরে বায় চিরল পাতা
করছে যদি আরজি পেশ,
দোল খেয়ে ঘাস ক্ষেতের ফসল
গড়ছে এ কার সজীব রেশ!

দ্যাখ না রোদের রাঙা অধর
ছড়ায় রে আজ সেই হাসি!
হয়নি কি ঢেউ নদীর বুকে
সিঁধেল প্রেমে উচ্ছ্বাসী!

ভাব দেখে তোর বাঁকা আঁখির
পাখ-পাখালি গায় সুরে,
ও ছলনী মেঘের বেটি
যাস ধেয়ে তুই কোন দূরে!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

৪৯৮জন ৪১২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ