
একটা পুকুর চেয়েছিলাম আমি –
যার বুকে প্রাচুর্যের ঝলকানি না থাকলেও
জ্বলবে না অভাবের বহ্নিমান শ্বাসে ঝরা
ভীরু বাতাসের কার্পণ্য।
শ্যামলা ষোড়শীর হাস্যজ্জ্বল বদনের মতো
স্বচ্ছ টলটলে জলের উপর ভাসবে
লকলকে কিছু কলমি ফুলের খলবলে আশা।
দূর্বা ঘাসের সবুজ আস্তরণে জাগা বিশ্বাসী পাড়ে থাকবে
মায়ের আঁচলের মতো গভীর মমতা মাখা
ছায়া দানকারী ক’টা বৃক্ষ।
ঘর্মাক্ত বিকেল পেলেই ক্ষেত থেকে উঠে আসা
ক্লান্ত কৃষকের মতো, পা দু’টি বিছিয়ে
খুব আরাম করে বসতাম আমি সেখানে।
মধুমালা মদনকুমার নাটকের রাত জাগা শ্রোতা সেজে
নিশুতি রণনে কান খাড়া করে শুনতাম
সুরেলা ঝগড়ায় রত রকমারি পাখির হৃদয়ষ্পর্শী কলতান,
আর তৃষ্ণার্ত দু’চোখে দেখতাম –
কলমি ফুলের আড়ে আমার সিনথীয়া মা’র ডাকে
মেতে উঠা ফুটফুটে দু’টো হংস ছানার
নিষ্পাপ জলকেলি।
ছবিঃ নেট থেকে।
৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
কলমি ফুলের আড়ে আমার সিনথীয়া মা’র ডাকে
মেতে উঠা ফুটফুটে দু’টো হংস ছানার
নিষ্পাপ জলকেলি।—চমৎকার এক ভাবনার প্রকাশ কবি দা
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত কবি দা!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিমা আক্তার
সব কিছুই হারিয়ে গেছে। এখন আর চাইলেই পাওয়া যায় না সেই সুন্দর সময়। খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
তৃপ্ত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন নিরন্তর!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
হালিম নজরুল
চিত্রকল্প ও উপমাগুলো খুব ভাল লেগেছে।
বোরহানুল ইসলাম লিটন
মুগ্ধ হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
ছাইরাছ হেলাল
সিনথিয়া মা’র ডাক আমাদের পর্যন্ত পৌঁছে যাচ্ছে।
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় তৃপ্ত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!