
জ্ঞান প্রভু দাও আমায় তুমি
আপন ভেবে অন্তরে –
কান্দি আমি ধুলায় শুয়ে ভুল করে!
বিষম কাতরে –
কান্দি আমি ধুলায় শুয়ে ভুল করে!
দেহ ফেলে দাম দিয়েছি
কিনে রঙিন জামা,
সোনা বিনে আজ বুঝি তাই
ভান্ডে শুধুই তামা।
না যদি পাপ করলে ক্ষমা
তুলবে কে কও হাত ধরে –
কান্দি আমি ধুলায় শুয়ে ভুল করে!
বর্ষা খরা আশায় গেলো
ভাবি প্রভু শীতে,
ঠেস দিলে না আজও কেন
নড়বড়ে এই ভিতে!
খাঁচা আমার কাঁঞ্চা বাঁশের
কে নিবে কও দায় পড়ে –
কান্দি আমি ধুলায় শুয়ে ভুল করে!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
ক্ষমা ও প্রার্থনাময় কবিতা। সুন্দর হয়েছে 🌹
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর দোয়া ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন ভালো থাকুন!
মনির হোসেন মমি
ভুলের মাশুলতো দিতেই হয়।তবুও প্রার্থণায় রত হই।
চমৎকার কবিতা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা রইল সতত!
সুস্থ থাকুন ভালো থাকুন!
সৌবর্ণ বাঁধন
সুন্দর কবিতা। একটা অন্তর্লীন ঝংকার খুঁজে পেলাম যেন।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন ভালো থাকুন!
হালিমা আক্তার
যখন ভুল করি তখন বুঝি না। পরে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার থাকে না। সুন্দর কবিতা। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন ভালো থাকুন!
সাবিনা ইয়াসমিন
জন্ম-মৃত্যু সুখ-দু:খ ধন-জ্ঞান এর একক স্বত্তাধিকারী তিনিই, একমাত্র প্রভুর দুয়ারে তাই বারবার হাত পেতে চাইতে হয়। দয়ায় ক্ষমায় আর্তি শোকে তিনি ব্যতীত আর কেউ নিবারক নন।
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
আত্মনিবেদনই মুক্তির একমাত্র পথ।
অতি মূল্যবান মন্তব্য করেছেন আপু, ভীষণ অনুপ্রাণিত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন!
রিতু জাহান
“ঠেস দিলে না আজও কেন
নড়বড়ে এই ভিতে!”
দারুন লিখলেন,,,
হেলানে দরকার বড় শক্ত খুঁটির আসলে।
খুব ভালো লাগলো আকুতিভরা শব্দমালা,,
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।