
ও বিধি –
করলে যদি ভালোবেসে
জীবন তুমি দান –
ক্যান মুখে তার দাও না সুখের গান!
ভুলে অভিমান –
ক্যান মুখে তার দাও না সুখের গান!
আপন ভেবে নিত্য যে বুক
তোমায় সঁপে ক্ষণ,
তুমি বিনে আর কে আছে
বুঝবে যে তার মন!
যায় হেরে যার ক্ষুধার জ্বালা
খুঁজলে নামের শান –
ক্যান মুখে তার দাও না সুখের গান!
বুঝি না এ কেমন খেলা
কারে করো ক্ষমা,
কার লাগি সুর সুধা রাখো
ভান্ডে তুমি জমা!
সূর্য উঠে নেয় কেড়ে ফের
রাতের আঁধার রোজ,
তেমনি বিধি নাও না গো ক্যান
যেচে সবার খোঁজ!
জল ফ্যালে যে নমন শিরে
ভাবলে তোমার মান –
ক্যান মুখে তার দাও না সুখের গান!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সব গান সুখের হয় না, সব দুঃখের না।
তবুও জীবন চলে জীবনের নিয়মে।
বোরহানুল ইসলাম লিটন
খুব সুন্দর বলেছেন!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
রিতু জাহান
বিধির বিধানেই যদি জীবন চলে তবে কেনো এতো আহাজারি!
তার যে কি খেয়াল!
সবই দিয়েছেন মনে হয় সমানুপাতিক।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
রোকসানা খন্দকার রুকু
প্রয়োজন সে কেবল তিনিই বোঝেন। আর সে মাফিকই দেন। অশেষ শুভকামনা 🌹
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর বলেছেন!
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আন্তরিক!
মোঃ মজিবর রহমান
আওলা মনে গীতি কাব্য ভালোই লিখলেন বোরহান ভাই।
বোরহানুল ইসলাম লিটন
অনুপ্রাণিত হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
কি দিবেন,কি নিবেন একমাত্র তিনিই জানেন। আমরা শুধু খেলার পুতুল। সুন্দর গীতিকাব্য। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
মুগ্ধ হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
সব কিছু দিয়ে দিলে/পেয়ে গেলে বিধিকে কে ডাকবে!
এই জন্যেই বিধি চাওয়া-পাওয়ায় গড়মিল রেখেছেন 🤔
শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
এটাই চির সত্য আপু!
অনুগত বান্দার ডাক আমার আল্লাহর খুব পছন্দনীয়
তাই তো তিনি সব সময় তাদের আপদ-বিপদে ফেলে পরীক্ষার মাঝে রাখেন।
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।