
নিত্তি রাতে ছয়টি বিড়াল ছানা,
চোখ না বেঁধেই আমায় বলে
কানা মাছির কানা!
করলে ডেকে মানা?
ঘরে বসেই ভাগ করে নেয়
আমার পাতের খানা।
সোহাগ ঢেলে দিই যদি বা আড়ি!
মাছ খেয়ে সব কাঁটা ছুঁড়ে
নোংরা করে বাড়ি।
চাইলে যেতে ছাড়ি!
লাফ দিয়ে কয় মাথায় উঠে
করতো খবরদারী!
কষ্ট সয়েই আঁকছি ভোরের ছবি,
চাইলে কি ভাই উঠছে তাতে রবি!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আহা বিড়াল, চাইলেও অনেক কিছু করা যায় না।
শুধুই সয়ে যাওয়া আদরে/সোহাগে।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
আলমগীর সরকার লিটন
চমৎকার
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন ভালো থাকুন।
হালিমা আক্তার
দারুন ছন্দময় কবিতা। কষ্টে আঁকা ছবিতে রবি না আসলেও। রাতের শেষে রবি ঠিকই উঁকি দিবে পুব আকাশে। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল আপনার জন্য।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
নার্গিস রশিদ
ছন্দে ভরা কবিতা, ছবিটা আরও সুন্দর। শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
কবিতা সুন্দর তবে আর একটু বড় হলে আরও ভালো হতো। ভালো থাকুন!!
বোরহানুল ইসলাম লিটন
রূপক কবিতা ছোটই হয় আপু,
বর্ণনামূলক কবিতা হলে অনেক বড় লেখা যায়।
এখানে যে ছয়টি বিড়ালের কথা বলা হয়েছে
আসলে তা বিড়াল নয় ‘ষড়রিপু’।
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
রিতু জাহান
আমি ভাই বিড়ালে ভয় পাই,,,
চরম ভয় পাই,,,
বিড়াল দেখলেই আমি রুম থেকে বের হয়ে যাই,,
আমার পাতের কিছুইতারে দিকে নারাজ।
ছন্দময়তা ভালো লেগেছে।
বোরহানুল ইসলাম লিটন
ভীষন অনুপ্রাণিত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।